Mohun Bagan | নতুন বছরের শুরুতেই মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা! নির্বাচনের জন্য শুরু কমিটি গঠনের কাজ
মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভা ছিল, সেখানেই ঠিক হয় শতাব্দীপ্রাচীন ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ।
নতুন বছরের শুরুতেই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করতে চলেছে মোহনবাগান। মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভা ছিল, সেখানেই ঠিক হয় শতাব্দীপ্রাচীন ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ। আগামী বছরের ১৮ জানুয়ারি মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কমিটি গঠনের কাজও শুরু হয়েছে বলে খবর। যার নেতৃত্বে থাকবেন অসীম রায়। উল্লেখ্য, চুনী গোস্বামীর জন্মদিন বলেই নির্বাচনের জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- শহর কলকাতা
- ফুটবলার