Mohammedan SC vs Bengaluru | আবারও ঘরের মাঠে হার মহমেডানের, ছেত্রীর দুর্দান্ত হেডারে পরাস্ত সাদা কালো ব্রিগেড

Wednesday, November 27 2024, 5:17 pm
Mohammedan SC vs Bengaluru | আবারও ঘরের মাঠে হার মহমেডানের, ছেত্রীর দুর্দান্ত হেডারে পরাস্ত সাদা কালো ব্রিগেড
highlightKey Highlights

ঘরের মাঠে আবারও এগিয়ে থেকে হার মহমেডান স্পোর্টিংয়ের। বেঙ্গালুরু এফসির সামনে ২:১ গোলে হারলো মহমেডান।


ফের সুযোগ হাত ছাড়া মহমেডান স্পোর্টিংয়ের। ঘরের মাঠে আবারও এগিয়ে থেকে হার মহমেডান স্পোর্টিংয়ের। বেঙ্গালুরু এফসির সামনে ২:১ গোলে হারলো মহমেডান। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় মহমেডান স্পোর্টিং। কিন্তু শেষ দিকে পেনাল্টি উপহার এবং সুনীল ছেত্রীর দুর্দান্ত হেডার। শেষ টাচ ফ্লোরেন্তের হওয়ায় আত্মঘাতী গোল দেওয়া হয়। অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোল করেন মহামেডানের ওইজার। বেঙ্গালুরুর কাছে হারের আগেও গ্যালারির জন্য অস্বস্তিতে পরে মহমেডান। ইনজুরি টাইমে মাঠে ছোড়া হয় জলের বোতল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File