Mohammedan SC vs Mumbai City | ঘরের মাঠেও পরাজিত মহামেডান! মুম্বইয়ের কাছে হেরে ISLর শেষেই রইলো সাদা কালো ব্রিগেড
Sunday, December 15 2024, 6:10 pm
Key Highlightsআইএসএলে মুম্বই সিটি এফসির কাছে ১:০ গোলে পরাজিত সাদা কালো ব্রিগেড।
ফের পরাজিত মহামেডান। আইএসএলে মুম্বই সিটি এফসির কাছে ১:০ গোলে পরাজিত সাদা কালো ব্রিগেড। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল মহামেডান। ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে মুম্বই। ৩১ মিনিটে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন মহামেডানের মহম্মদ ইরশাদ। ম্যাচের ৪৮ মিনিটে মুম্বইয়ের পক্ষ থেকে আসে গোল। মহামেডান গোলকিপারের প্রতিহত করা পান বিক্রম প্রতাপ সিং। এই হারের ফলে ১১ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে শেষেই রইল কলকাতার দল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ নম্বরে উঠে এল মুম্বই।

