PM Modi | বিদেশ নীতিতে জোর! নতুন বছরে আমেরিকা যেতে পারেন মোদি, বৈঠক হতে পারে চিনের প্রেসিডেন্টের সঙ্গেও
Thursday, December 26 2024, 1:01 pm
Key Highlightsভারতের বিদেশ নীতি আরও শক্তিশালী করতে নতুন বছরে আমেরিকায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের বিদেশ নীতি আরও শক্তিশালী করতে নতুন বছরে আমেরিকায় যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনে এসসিও সামিটে যোগ দিতে যাওয়ারও কথা প্রধানমন্ত্রীর। সেই সময় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি মিলিত হতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। তার আগে এই সপ্তাহেই আমেরিকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ট্রাম্পের হবু দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই সঙ্গেই ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণও জানাবেন। অন্যদিকে, নতুন বছরে ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

