Budget 2025 | রেলের জন্য বরাদ্দ ৩ লক্ষ কোটি টাকা ছুঁতে পারে! রেলের জন্য আর কী কী ঘোষণা হতে পারে বাজেটে?
বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ ১৫ থেকে ২০ শতাংশ বাড়াতে পারে মোদি সরকার।
আগামী ১লা ফেব্রুয়ারি মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে কী কী বিষয়ে জোর দেওয়া হবে তা নিয়ে নানান জল্পনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ ১৫ থেকে ২০ শতাংশ বাড়াতে পারে মোদি সরকার। সেক্ষেত্রে রেলের জন্য বরাদ্দ ৩ লক্ষ কোটি টাকা ছুঁতে পারে। ভারতীয় রেলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বাজেটে ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমণ। বুলেট ট্রেন প্রকল্প, কবচ সিস্টেম এবং টিকিটের ক্ষেত্রে AIর ব্যবহারেও জোর দেওয়া হতে পারে।