দেশ

Narendra Modi Govt | চড়াই পাখির সংখ্যা বৃদ্ধি করতে উদ্যোগ নেবে নরেন্দ্র মোদি সরকার! দুটি ট্রাস্টের নাম উল্লেখ প্রধানমন্ত্রী মোদির

Narendra Modi Govt | চড়াই পাখির সংখ্যা বৃদ্ধি করতে উদ্যোগ নেবে নরেন্দ্র মোদি সরকার! দুটি ট্রাস্টের নাম উল্লেখ প্রধানমন্ত্রী মোদির
Key Highlights

চড়াই পাখির সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে মোদি সরকার।

চড়াই পাখির সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে মোদি সরকার। ‘মন কি বাতে’ নিজের স্মৃতিচারণ করে দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকাল তো শহরে চড়াই প্রায় দেখতেই পাওয়া যায় না। ছোট্ট, মিষ্টি এই পাখির পুনরুজ্জীবনে একেবারে অভিনব প্রচেষ্টা শুরু করা হচ্ছে।’ মাত্র ৪ বছরেই চড়াইয়ের সংখ্যা বাড়াতে সক্ষম চেন্নাইয়ের কুদুগাল ট্রাস্টের কথাই উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদিও। একইসঙ্গে কর্নাটকের ‘আর্লি বার্ড’ প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।