ইউক্রেনের মহিলা সেনাবাহিনীতে বুট নয়, বরং হিল পড়ার মহড়ায় বিতর্ক তুঙ্গে
Monday, July 5 2021, 8:12 am
Key Highlights
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক কিয়েভে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সেনার পোশাক পরা মহিলারা সেনার বুট না পরে হিল জুতো পরে মার্চ করছেন। সেনা মহিলাদের এধরণের উঁচু জুতো পরিয়ে মার্চ করতে বাধ্য করার জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবিষয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার ভিটালি পোর্টিনোকভ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের এমন কাজকে ‘মধ্যযুগীয় মানসিকতা’ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ফেসবুকে লিখেছেন, হিল পরে কুচকাওয়াজ করা খুবই অসম্মানের।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- সেনাবাহিনী