AI | কথায় কথায় ChatGPT, Gemini-র মতো AI টুল ব্যবহার করেন? এই 'ডিজিটাল জিনি'ই নষ্ট করছে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা!

Tuesday, July 29 2025, 3:53 am
highlightKey Highlights

MITর বিজ্ঞানী, গবেষকরা বলছেন, চ্যাটজিপিটির মতো AI টুল ব্যবহার করায় মস্তিষ্কে ক্ষতি হচ্ছে,মুছে যাচ্ছে স্মৃতি!


ছোট থেকে বড় যে কোনও বিষয়ে প্রশ্ন করলেই চোখের পলকে তার উত্তর দিয়ে দেয় চ্যাটজিপিটি, জেমিনির মতো AI। কিন্তু এই 'ডিজিটাল জিনি'ই বোকা বানাচ্ছে আপনাকে! MITর বিজ্ঞানী, গবেষকরা বলছেন, চ্যাটজিপিটির মতো AI টুল ব্যবহার করায় মস্তিষ্কে ক্ষতি হচ্ছে,মুছে যাচ্ছে স্মৃতি! মস্তিষ্কের চিন্তাভাবনা, কর্মক্ষমতা, এমনকী মাথায় কোনও তথ্য রাখার ক্ষমতা কমে যাচ্ছে। গবেষকরা ৪ মাস ধরে ছাত্রদের ওপর পরীক্ষা করে দেখেন, যারা গুগল ব্যবহার করেছিল সেই পড়ুয়াদের চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তুলনায় চিন্তাশক্তি বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File