Mission Ready | জলে দাঁড়িয়ে পর পর পাঁচটি যুদ্ধজাহাজ! পাকিস্তানকে জবাব দিতে তৈরী ভারতীয় নৌসেনার 'মিশন রেডি'!

Saturday, April 26 2025, 8:53 am
highlightKey Highlights

ভারতীয় নৌসেনা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, পরপর পাঁচটি যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে জলে।


পহেলগাঁও জঙ্গি হামলার পর অভিযুক্তদের পাকড়াও করতে কাশ্মীর জুড়ে তল্লাশিতে কোমড় বেঁধে নেমেছে ভারতের সেনা। এদিকে প্রধানমন্ত্রী মোদিও সাফ বলে দিয়েছেন, 'পহেলগাঁও হামলার প্রত্যুত্তর ভারত দেবেই'। এবার ভারতীয় নৌসেনার পোস্ট ঘিরে জল্পনা। সম্প্রতি ভারতীয় নৌসেনা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, পরপর পাঁচটি যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে জলে। আর ক্যাপশনে লেখা, ‘Power in unity; Presence with Purpose’ #MissionReady #AnytimeAnywhereAnyhow। অনেকেই মনে করছেন, এভাবেই পাকিস্তানকে প্রচ্ছন্ন বার্তা দিলো ভারতের নৌসেনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File