Murshidabad । বহরমপুরে তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে চললো গুলি, দ্রুত গাড়ি চালিয়ে প্রাণে বাঁচলেন তিনি
Sunday, December 29 2024, 5:27 am
Key Highlights
যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে দু’ রাউন্ড গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহরে।
শনিবার বহরমপুরে চললো গুলি। শনিবার মাঝরাতে মুর্শিদাবাদে বহরমপুরের কাশিমবাজার এলাকায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে চললো গুলি। শনিবারও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাপাই। রিংরোড সংলগ্ন এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে দু’রাউন্ড গুলি ছোড়ে। তারপরই চম্পট দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করছে পুলিশ। এর পিছনে রাজনৈতিক যোগ আছে কিনা, কোনও পুরনো শত্রুতা, বোঝার চেষ্টা করছে পুলিশ।