Mirik-Road Accident | মিরিকের রাস্তায় ১৫০ ফুট গভীর খাদে ক্রজার গাড়ি! মৃত ৩, জখম একাধিক
Wednesday, October 22 2025, 2:17 pm
Key Highlightsপ্রায় ১৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলে খবর! ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর।
মিরিকের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। নেপাল থেকে মিরিক ছোট বাস (ক্রুজার) চলাচল করে। সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ একটি যাত্রীবাহী ক্রুজার নেপাল থেকে মিরিকে আসছিল। মিরিকের কাছে পুটুং রোডের নলডারা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দ্রুত উদ্ধারকার্য শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, জখম একাধিক। মৃতদের মধ্যে দু’জন নেপাল ও একজন মিরিকের বাসিন্দা।

