Mirabai Chanu | বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাজিমাত মীরাবাঈ চানুর, ১৯৯ কেজির ওজন তুলে বাগালেন রৌপ্য পদক
Friday, October 3 2025, 5:11 am
Key Highlightsনরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতীয় ভারোত্তোলক মীরাবাঈ চানু ইতিহাস তৈরি করে রুপোর পদক জিতেছেন।
নরওয়ের ফোর্ডেতে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ২০২৫এ রুপোর পদক জিতেছেন মীরাবাঈ চানু। ফাইনালে চিনের প্রতিযোগী চিনের থানিয়াথানকে পিছনে ফেলে ১৯৯ কিলোগ্রাম ওজন তোলেন চানু। এই টুর্নামেন্টে মোট ২১৩ কিলোগ্রাম ওজন তুলে সোনার পদক জিতেছেন উত্তর কোরিয়ার রি সাং গুম। এই টুর্নামেন্টের ইতিহাসে এটি তাঁর তৃতীয় পদক। এর আগে তিনি ২০১৭ সালে ৪৮ কিলোগ্রাম বিভাগে সোনার পদক এবং ২০২২ সালে ৪৯ কিলোগ্রাম বিভাগে রুপোর পদক জিতেছিলেন। জয়ের পর কোচ বিজয় শর্মাকে ধন্যবাদ জানালেন চানু।
- Related topics -
- খেলাধুলা
- মীরাবাই চানু
- ওয়েট লিফটিং
- চিন
- রুপা
- কোরিয়া
- চীন

