টুইটার একঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি বলে অভিযোগ করলেন রবিশঙ্কর প্রসাদ
Friday, June 25 2021, 1:59 pm
Key Highlightsকেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবার এক বিস্ফোরক অভিযোগ করলেন টুইটারের বিরুদ্ধে। তিনি দাবি করেন টুইটার কমপক্ষে এক ঘণ্টা তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে টুইটারের সঙ্ঘাত জারি রয়েছে নয়া ডিজিটাল বিধি নিয়ে। মাস খানেক আগে মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে ছিলেন যে, টুইটারকে ভারতের আইনকে সম্মান করতে হবে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনও আপস কেন্দ্রীয় সরকার করবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন।
-  Related topics - 
 - দেশ
 - রবিশঙ্কর প্রসাদ
 - টুইটার
 - ভারত
 

 