মন্ত্রী ফিরহাদের চোখে জল, জেলযাত্রায় তিনি বললেন “কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।”
Tuesday, May 18 2021, 7:23 am
Key Highlightsগত সোমবার সিবিআই নারদ মামলায় শাসক দলের ৪ জন মন্ত্রী-নেতাকে গ্রেফতার করেছিল। ব্যাঙ্কশাল কোর্ট থেকে তাঁদের জামিন মঞ্জুর করলেও রাত্রে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে ফিরহাদ, শোভন, সুব্রত এবং মদন-দের জেল কাস্টারিতে থাকার কথা জানায়। আগামী বুধবার অর্থাৎ ১৯শে মে, হাইকোর্ট থেকে এই কেসের শুনানি জানানো হবে। এবিষয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,“কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।” বর্তমান মহামারী পরিস্থিতিতে কলকাতার অবস্থা সামলানোর দায়িত্ব ছিল তাঁর ওপর।
- Related topics -
- রাজ্য
- সিবিআই
- ফিরহাদ হাকিম

