ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা, বছরের প্রথম দিনেই প্রায় শূন্যের কাছে দিল্লির তাপমাত্রা।
Friday, January 1 2021, 6:46 am
Key Highlightsবছরের প্রথম দিনেই প্রায় শূন্যের কাছে পৌঁছে গেল দিল্লির তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের শীতলতম দিন বলেই জানিয়েছে তারা। এমনকি গত ১৫ বছরে যা সর্বনিম্ন। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লির আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও শূন্যতে নেমে গিয়েছে। ফলে যান চলাচলের উপর প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ডিসেম্বরেই আটটি শৈত্যপ্রবাহের মুখে পড়তে হয়েছে দিল্লিকে।
- Related topics -
- আবহাওয়া
- দিল্লী
- আবহাওয়া দফতর
- শীত ঋতু
- তাপমাত্রা

