Gothia Cup | বিশ্বের সবচেয়ে বড় ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট জয় ভারতীয় দলের, গোথিয়া কাপ ঘরে আনলো মিনার্ভা অ্যাকাডেমি!

Saturday, July 19 2025, 1:03 pm
highlightKey Highlights

এবার বিশ্বমঞ্চে ভারতীয় প্লেয়ারদের প্রভাব বিস্তারের পথ মসৃণ হলো। সুইডেনে ঐতিহাসিক গোথিয়া কাপ জিতল মিনার্ভা অ্যাকাডেমি।


বিশ্ব ফুটবলে নয়া নজির গড়লেন ভারতীয় ফুটবলাররা। সুইডেনে ঐতিহাসিক গোথিয়া কাপ জিতল মিনার্ভা অ্যাকাডেমি। দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বড় ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট জিতলো এই ভারতীয় দল। অনূর্ধ্ব ১৪ এই টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় দলের বিপক্ষে ছিল আর্জেন্তিনার CEF ১৮ তুচামেন। তাঁদের ৪:০ গোলে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে ভারতের ছেলেরা। হাডাহাড্ডি এই ম্যাচের ১৫ মিনিটের মাথায় মিনার্ভার হয়ে গোল করেন রিথাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটে ইয়োহেনবার, ৩২ মিনিটে রাজ ও ৩৪ মিনিটে ডেনামনির গোলেই ট্রফি ঘরে তোলে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File