'মিনি'র শুটিং শেষ হতেই ছবি রিলিজের অপেক্ষায় দিন গোনা শুরু অভিনেত্রী মিমি চক্রবর্তীর

Monday, November 1 2021, 4:39 pm
'মিনি'র শুটিং শেষ হতেই ছবি রিলিজের অপেক্ষায় দিন গোনা শুরু অভিনেত্রী মিমি চক্রবর্তীর
highlightKey Highlights

মিমি চক্রবর্তী অভিনীত তার পরবর্তী ছবি 'মিনি'র শুটিং শেষ হল। শুটিং শেষ হওয়া মাত্রই অভিনেত্রী এই ছবি বড়পর্দায় দেখতে আগ্রাহী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথাই শেয়ার ও করেছেন নায়িকা। বন্ধুত্ব, সম্পর্ক, মাতৃত্বের গল্প নিয়েই তৈরি পরিচালক মৈনাক ভৌমিকের আগামী ছবি 'মিনি'। এই ছবির দুই মুখ্য চরিত্র তিতলি ও মিনি। তিতলির চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী ও নাম ভূমিকায় অভিনয় করবেন অয়ন্না চট্টোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File