শনিবার ভোররাত থেকে হঠাৎ অসুস্থ তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, ভুয়ো টিকাই কি অসুস্থতার কারণ ?
Saturday, July 3 2021, 2:44 pm
Key Highlightsকসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের শিকার হবার পর শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারপরই শনিবার ভোরবেলা ৩ টে নাগাদ হঠাৎই অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। জানা যাচ্ছে শনিবার সকালে অজ্ঞান হয়ে যান তিনি। তারপর পরিচারিকার প্রাথমিক শুশ্রুষার পরে ফোন করা হয় সহকারীকে। খবর দেওয়া হয় চিকিৎসককে। অভিনেত্রী জানিয়েছেন গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেটে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান তিনি। গল ব্লাডারের সমস্যা ও লিভার-জনিত সমস্যা থাকার কারণে নিয়মিত তাঁকে ওষুধ খেতে হয়। তাই এই অবস্থায় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে ভয় বেড়েছে আরও।
- Related topics -
- মিমি চক্রবর্তী
- অভিনেত্রী
- সেলিব্রিটি
- ভুয়ো করোনা টিকা
- অসুস্থ

