Santragachi Lake । শীতের মুখেও পরিযায়ী পাখির দেখা নেই সাঁতরাগাছি ঝিলে, চিন্তায় স্থানীয়রা
শীত পড়লেই হাজার হাজার মাইল দূর থেকে অজানা আকর্ষণে সাঁতরাগাছি ঝিলে চলে আসতো পরিযায়ী পাখিরা। ডিসেম্বর প্রথম সপ্তাহেও সাঁতরাগাছি স্টেশন লাগোয়া ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির।
শীতের মুখে সাঁতরাগাছি ঝিলে উড়ে আসতো ট্রান্স হিমালয়ান ছাড়াও গ্যাডয়াল থেকে বালিহাঁস, সরাল, জলপিপি, গিড়িয়া সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি। দামী ক্যামেরা হাতে ভিড় জমাতেন ছবি শিকারিরাও। তবে এবছর ছবিটা সম্পূর্ণ বদলে গেলো। ডিসেম্বর প্রথম সপ্তাহেও সাঁতরাগাছি স্টেশন লাগোয়া ঝিলে দেখা মিললো না পরিযায়ী পাখিদের। স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বিঘা বিস্তৃত ঝিলের পুরোটাই ঢাকা পড়েছে কচুরিপানায়। দেখভালের অভাবে ড্রেনের দূষিত জল এসে পড়ছে ঝিলে। ফলে পাখির দলও মুখ ফেরাচ্ছে!
- Related topics -
- রাজ্য
- সাঁতরাগাছি
- পরিযায়ী পাখি
- পশ্চিমবঙ্গ
- নিখোঁজ