Pakistan | পাক ভূমি থেকে পাততাড়ি গোটালো Microsoft! দেশের দিকে নজর নেই সরকারের

Sunday, July 6 2025, 4:27 am
highlightKey Highlights

দেশের দিকে নজর নেই পাক সরকারের। তিতিবিরক্ত হয়েই পাকিস্তান থেকে পাততাড়ি গোটাল মাইক্রোসফট।


২০০০ সালের জুন মাসে পাকিস্তানে অফিস খুলেছিল গ্লোবাল টেক জায়ান্ট Microsoft। ২৫ বছর মাথায় জুলাই মাসে তারা পাকিস্তান ছাড়ার ঘোষণা করল। মাইক্রোসফটের পাকিস্তানের ম্যানেজার জাওয়াদ রহমান নিজের লিঙ্কডইন প্রোফাইলে লিখলেন, “এক অধ্যায়ের অবসান হল”। সূত্রের খবর, মাইক্রোসফটের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের আর্থিক দুর্দশা, নীতি অনিশ্চয়তা, আমদানি নিয়ে নিষেধাজ্ঞা, মার্কেটের আয়তন ছোট হওয়া এবং ক্রমাগত সংঘাত সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি। মাইক্রোসফটের এই সিদ্ধান্তের জেরে আর্থিকভাবে আরো দুর্বল হতে চলেছে পাকিস্তান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File