Key Highlights
ভারতে ৫০,০০০ MG Hector তৈরি করেছেন একদল ভারতীয় মহিলা। ২০১৯ সালের প্রকল্প ছিল এটি। এ বছর ফেব্রুয়ারিতে তা সাফল্য পায়। সেবছরই ভারতে লঞ্চ করেছিল গাড়িটি। ফেব্রুয়ারি মাসেই সংস্থা থেকে জানান হয়েছে তারা প্রায় ৫০,০০০ ইউনিট গাড়ি তৈরি করেছে। যার সম্পূর্ণ কাজটাই কোম্পানির মহিলাদের হাতে হয়েছে। কোম্পানি জানিয়েছে, এই সংখ্যায় হয়ত আগেই পৌঁছানো সম্ভব হত, কিন্তু লকডাউন ও করোনার জন্য সম্ভব হয়নি। MG জানিয়েছে, তাদের কোম্পানির ৩৩ শতাংশ মহিলা কর্মচারী। ভারতের অটো ইন্ডাস্ট্রিতে তাদের কোম্পানিতেই সবচেয়ে বেশি সংখ্যার মহিলা কাজ করে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় মহিলা