Kolkata Metro | মার্চ মাসেই মেট্রোর চাকা গড়াবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত
Wednesday, August 21 2024, 2:15 pm

আগামী মার্চ মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা চলতে পারবে মেট্রোর রেক।
আগামী মার্চ মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা চলতে পারবে মেট্রোর রেক। কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল জানান, বউবাজার এলাকায় শেষ ক্রস প্যাসেজটি তৈরির কাজ শেষ হয়েছে। উল্লেখ্য, মাটির নিচে মেট্রোর দুটি টানেলকে আড়াআড়িভাবে সংযোগ করে এই ক্রস প্যাসেজ টানেল। একটি টানেলে কোনও বিপদ হলে যাতে এই প্যাসেজ দিয়ে যাত্রীরা অন্য টানেলে চলে যেতে পারেন তার জন্যই ক্রস প্যাসেজ বানানো হয়।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ