Kolkata Metro | আগামী বছরই চালু হবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের মেট্রো পরিষেবা, বড় আপডেট দিলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ
Monday, November 4 2024, 7:56 am
Key Highlightsআগামী বছরই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা চালু হয়ে যাবে বলে খবর।
আগামী বছরই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা চালু হয়ে যাবে বলে খবর। আগামী বছর পুজোর সময় ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করা যেতে পারে বলে আশা। বিশেষজ্ঞদের বক্তব্য, বাববার বিপর্যয়ের ফলে বউবাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো কাজটা করতে হবে। এরপর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন হবে। তাঁর অনুমোদন পেলে তবেই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশে পরিষেবা চালু করা যাবে।
- Related topics -
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- শহর কলকাতা

