Kolkata Metro | আরও মসৃণ ও আরামদায়ক হবে মেট্রো সফর! এলো একাধিক অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত দুই নতুন ডালিয়ান রেক
Thursday, January 16 2025, 12:54 pm
Key Highlights
নোয়াপাড়া কারশেডে আসলো আরও দুই নতুন ডালিয়ান রেক। এই রেকে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
যাত্রীদের আরও ভালো, উন্নত পরিষেবা দিতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলছে কলকাতা মেট্রো। এবার নোয়াপাড়া কারশেডে আসলো আরও দুই নতুন ডালিয়ান রেক। এই রেকে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঝাঁকুনিও কম। বসার আসনও আগের চেয়ে চওড়া করা হয়েছে। বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জাও রয়েছে। ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। থাকবে আন্তর্জাতিক মানের এবং অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন, উন্নতমানের এয়ার ডিফিউজার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি, এক্সিট ইন্ডিকেটর সহ উন্নতমানের অ্যালার্ম ডিভাইস।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ