WB Weather | শীতের মজা মাটি করবে বৃষ্টি? চলতি সপ্তাহে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘণ্টায় বদলাতে চলেছে আবহাওয়া। জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা কিছুক্ষনেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
বঙ্গে শীতের আমেজ নষ্ট করতে পারে বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘণ্টায় বদলাতে চলেছে আবহাওয়া। জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা কিছুক্ষনেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এখনও পর্যন্ত নিম্নচাপটির অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল। তবে এর জেরে সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে। অন্যদিকে, আগামী ৪ থেকে ৫ দিন ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।