Lionel Messi-Kolkata | কলকাতায় মেসি-ম্যাজিক? মহাতারকা আসছেন মহানগরে, সৌজন্যে বাংলার ছেলে শতদ্রু

সবকিছু ঠিক থাকলে ২০২৬এর জানুয়ারিতে কলকাতায় আসবেন মেসি। কেরলে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলার কথাও আছে তাঁর।
মেসির জীবনে কলকাতা এক স্মরণীয় শহর। আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেবে তাঁর অভিষেক হয়েছিল এই শহরেই। তখন তিনি ছিলেন এক তরুণ ফুটবলার আর এখন বিশ্বজয়ী ক্যাপ্টেন। সেই মেসি কি আবারও আসবেন কলকাতায়! জল্পনা বাড়াচ্ছে বাংলার উদ্যোগপতি শতদ্রু দত্তর সাথে তাঁর দীর্ঘ মিটিং। মিটিং শেষে শতদ্রু মেসিকে উপহার দেন বাংলার দার্জিলিং টি এবং দুর্গার মূর্তি। সবকিছু ঠিক থাকলে ২০২৬এর জানুয়ারিতে কলকাতায় আসবেন মেসি। কেরলে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলার কথাও আছে তাঁর।