Messi in Delhi | বিশ্বকাপের টিকিট থেকে তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি! দিল্লিতে মেসিকে বিশেষ উপহার ICCর!

হায়দরাবাদ, মুম্বইয়ের পর এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নির্বিঘ্নে মিটল মেসির GOAT ট্যুরের ইভেন্ট।
হায়দরাবাদ, মুম্বইয়ের পর এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নির্বিঘ্নে মিটল মেসির GOAT ট্যুরের ইভেন্ট। বল নিয়ে স্কিল, গ্যালারিতে দর্শকদের দিকে বল দেওয়া, সবেই অংশ নিয়েছিলেন লিওনেল মেসি। তবে ইভেন্ট শেষের আগে সেখানে হাজির হয়ে বড় চমক দেন ICCর চেয়ারম্যান জয় শাহ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট তিনি তুলে দেন মেসির হাতে। এছাড়াও মেসি, সুয়ারেজ ও দে পলের হাতেই তুলে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের বর্তমান টি-টোয়েন্টি জার্সি। মেসির হাতে তুলে দেওয়া হয় সচিন তেন্ডুলকরের ১০ নম্বর জার্সি।
