বেঙ্গল চেম্বার্স অব কমার্সের অন্ত্রেপ্রিনিয়র কমিটির নতুন চেয়ারপার্সন হলেন মেঘদূত রায়চৌধুরী!
Friday, November 27 2020, 10:11 am
Key Highlightsটেকনো ইন্ডিয়া গ্রুপের অধিকর্তা মেঘদূত রায়চৌধুরী আগামী এক বছরের জন্য বেঙ্গল চেম্বার্স অব কমার্সের অন্ত্রেপ্রিনিয়র কমিটির নতুন চেয়ারপার্সন। স্টার্টআপ ইকোসিস্টেমের বিবর্তনে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। পশ্চিমবঙ্গ তথা ভারতে স্টার্টআপ ব্যবসায় বিদেশি লগ্নি টানতে তাঁর অভিজ্ঞতা সাহায্য করবে হবে ভাবা হচ্ছে। তিনি মাত্র ১৯ বছরের বয়সে কলকাতায় ব্লুপারহাউস স্টুডিয়ো তৈরী করেন এবং তারপর যোগদান করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে।
- Related topics -
- রাজ্য
- টেকনো ইন্ডিয়া গ্রুপ
- ইকোসিস্টেম

