Fake Doctor | ভুয়ো এনআরআই সার্টিফিকেট বানিয়ে ডাক্তারিতে ভর্তি! ২৩ কোটির ‘ব‌্যাঙ্ক ব‌্যালেন্স’ বাজেয়াপ্ত ইডির

Friday, May 16 2025, 3:42 am
highlightKey Highlights

ভুয়ো এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তির মামলার তদন্তে ‘ব‌্যাঙ্ক ব‌্যালেন্স’ বাজেয়াপ্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।


দেশে জাল ডাক্তারচক্রের হদিশ পেলো ইডি। ইডি সূত্রে খবর, এনআরআইয়ের জাল নথি তৈরি করে তার মাধ‌্যমে কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছে একদল ছাত্রছাত্রী। জাল নথি তৈরির জন‌্য টাকা দিয়েছে বেসরকারি মেডিক‌্যাল কলেজগুলি। MBBS এর জন‌্য ১ থেকে দেড় কোটি ও MD বা MS এর জন‌্য ৩ থেকে ৪ কোটি টাকা নিতো কলেজগুলি। ইতিমধ্যে এই মামলার তদন্তে এই রাজ‌্য ও ওড়িশায় দুই ব‌্যক্তি ও ৪টি বেসরকারি মেডিক‌্যাল কলেজের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এখনও পর্যন্ত ২৩ কোটি ৬৭ লাখ টাকার জালিয়াতি হয়েছে, দাবি ইডির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File