খেলাধুলা

Mohun Bagan vs Chennai FC | সুপার কাপেও অপ্রতিরোধ্য মোহনবাগান, শনির রাতে চেন্নাইন‌ এফসিকে ২:০ গোলে ওড়ালো সবুজ-মেরুন

Mohun Bagan vs Chennai FC | সুপার কাপেও অপ্রতিরোধ্য মোহনবাগান, শনির রাতে চেন্নাইন‌ এফসিকে ২:০ গোলে ওড়ালো সবুজ-মেরুন
Key Highlights

শনিবাসরীয় রাতে গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে চেন্নাইন‌ এফসিকে ২-০ গোলে হারাল মোহনবাগান।

শিল্ডের রেজাল্টেরই পূর্নর্নিমান। শনিবাসরীয় রাতে সুপার কাপে গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে চেন্নাইন‌ এফসিকে ২:০ গোলে হারাল মোহনবাগান। এদিন মুষলধারে বৃষ্টির মধ্যে শুরুতে কিছুটা নাস্তানাবুদ হয় সবুজ মেরুনের ছেলেরা। প্রথমার্ধে বিধ্বংসী ফুটবল খেলে চেন্নাই। যদিও প্রথম ২৫ মিনিট কেউই গোলের সুযোগ পায়নি। ম্যাচের ৩৫ মিনিট নাগাদ জিতেশ্বরের শট বাঁচায় বিশাল। ম্যাচের ৩৭ মিনিটে জেমি ম্যাকলারানের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ৬৭ মিনিটে মোহনবাগানের ২:০। এবারও হিরো ম্যাকলারেন। ইস্টবেঙ্গলের ড্রয়ের দিন জয় পায় মোহনবাগান।