Tech Workers | ২০২৪ সালে ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই! কাজ হারিয়েছেন দেড় লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী
Tuesday, December 3 2024, 6:27 am
Key Highlights
পরিসংখ্যান বলছে, প্রায় দেড় লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী কাজ হারিয়েছেন ২০২৪ সালে।
চলতি বছর বিশ্বের প্রথম সারির অধিকাংশ সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। পরিসংখ্যান বলছে, প্রায় দেড় লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী কাজ হারিয়েছেন ২০২৪ সালে। ১ হাজার কোটি ডলার খরচ কমানোর জন্য ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছে Intel। বিশ্বের ধনীতম ব্যক্তির সংস্থা Tesla মোট ২০ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেছে। Cisco প্রায় ১৬ হাজার কর্মী, Uber ৬ হাজার ৭০০ জন কর্মী, Dell ৬ হাজার কর্মী, Microsoft আড়াই হাজার কর্মী ছাঁটাই করেছে। এছাড়াও Xerox ১৫ শতাংশ কর্মী কমানোর কথা ঘোষণা করে।
- Related topics -
- তথ্য
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- অন্যান্য
- মাইক্রোসফট
- উবের