Fire Broke Out | ভরসন্ধ্যায় বিধ্বংসী আগুনের কবলে তারাতলা বস্তি, ফের পুড়ে ছাই বহু ঝুপড়ি

Monday, February 10 2025, 4:29 pm
highlightKey Highlights

সোমবার সন্ধ্যা ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ দাউদাউ করে জ্বলে উঠল তারাতলার কেপিটি কলোনির পাশের বসতি। পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু ঝুপড়ি।


সোমবার ভরসন্ধ্যায় ভয়াবহ আগুন লাগলো তারাতলার বস্তিতে। সূত্রের খবর, এদিন সন্ধ্যা ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ তারাতলার কেপিটি কলোনির পাশের বস্তিতে আগুন লাগে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে দমকল পৌঁছনোর আগেই ভয়াবহ আকার নেয় আগুন। পুড়ে ছাই হয় ১৫ থেকে ২০ টি ঝুপড়ি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিমও। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এখনও পকেট ফায়ার রয়েছে এলাকায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File