Fire Accident | শীতের সন্ধ্যায় রবীন্দ্রনগরে ভয়াবহ আগুন, দাউদাউ জ্বলছে দোতলা বাড়ি! ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন
Friday, January 9 2026, 5:15 pm

Key Highlightsদক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের হাজি রতন দরগা পাড়ায় একটি দোতলা বাড়িতেই এ ঘটনা ঘটেছে।
দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সন্ধ্যায় রবীন্দ্রনগর থানার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের হাজি রতন দরগা পাড়ায় একটি দোতলা বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই বাড়িটির সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরিস্থিতির অবনতি ঘটায় দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
- Related topics -
- শহর কলকাতা
- দক্ষিণ ২৪ পরগনা
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- দমকল


