Bangladesh | প্রাণ বাঁচাতে পদত্যাগ? 'গণ ইস্তফা' মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্যদের
Friday, November 8 2024, 3:07 pm
 Key Highlights
Key Highlightsপ্রাণ বাঁচাতে পদত্যাগ করলেন মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সহ সকল সদস্যরা!
শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা ইস্তফা দেন। এবার প্রাণ বাঁচাতে পদত্যাগ করলেন মানবাধিকবার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সহ সকল সদস্যরা! বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান সংবাদমাধ্যমে বলেন, “পুরো কমিশন বৃহস্পতিবার দুপুরে পদত্যাগের সিদ্ধান্ত নেয়। পরে পদত্যাগপত্র পাঠানো হয়।” জানা গিয়েছে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁরা। এই আবহে বিশ্লেষকদের একাংশের মত, কার্যত গোটা দেশজুড়ে ভয় বা আতঙ্কের পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।
-  Related topics - 
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- জাতীয় মানবাধিকার কমিশন

 
 