নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র, পাঁচ বছরের কম বয়স্ক শিশুদের পরতে হবে না মাস্ক
করোনা নিয়ন্ত্রণে সংক্রান্ত বিষয় নিয়ে এক নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। এই নয়া নির্দেশিকায় পাঁচ বছর ও তার নীচের শিশুদের মাস্ক পরতে হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও ৬ থেকে ১১ বছরের শিশুদের জন্যও মাস্ক পরা বাধ্যতামূলক না বলে জানানো হল। তবে বাধ্যতামূলকভাবে ১২ বছরের ঊর্ধ্বে সকলকে মাস্ক পরতে হবে। সেইসঙ্গে এই নয়া নির্দেশিকায় শিশুদের করোনা ভাইরাস চিকিৎসায় রেমডেসিভির ব্যবহার এড়িয়ে যাওয়ার পরামর্শও দিয়েছে কেন্দ্র।
- Related topics -
- দেশ
- কোভিড ১৯
- মাস্ক
- কোভিড গাইডলাইন
- কেন্দ্রীয় সরকার