Captain Anshuman Singh । পুত্রবধূ থাকে না সঙ্গে, বেশিরভাগ অধিকারও পায় সে! সেনার ‘নিকটাত্মীয়’ মাপকাঠির সংশোধন চান শহিদ অংশুমানের মা-বাবা!
Friday, July 12 2024, 8:49 am

শহিদ সেনার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের নিয়ম বদলের দাবি জানালেন শহিদ অংশুমানের মা মঞ্জু সিং ও বাবা রবিপ্রতাপ সিং।
শহিদ সেনার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের নিয়ম বদলের দাবি জানালেন শহিদ অংশুমানের মা মঞ্জু সিং ও বাবা রবিপ্রতাপ সিং। গত বছর জুলাইতে সিয়াচেনে শহিদ হয়েছেন সেনার ক্যাপ্টেন অংশুমান সিং। ছেলে মারা যাওয়ার পর পুত্রবধূ আর থাকেন না তাঁদের সঙ্গে। এমনকি মৃত্যুর পর তাঁদের ছেলের বেশিরভাগ অধিকারই পুত্রবধূ স্মৃতিই পেয়েছেন বলেও অভিযোগ শহিদ অংশুমানের মা-বাবার। ক্যাপ্টেন অংশমানের মা বলেন, তাঁরা চান, সরকার নেক্সট টু কিনের নিয়মগুলি পুনর্বিবেচনা করুক। যাতে অন্য অভিভাবকদের কষ্ট পেতে না হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা