মার্চেই আমেরিকায় সুন্দর পিচাই, জাকারবার্গ, ডরসিরা কংগ্রেসে সাক্ষ্য দিতে পারেন
Saturday, February 13 2021, 11:34 am
Key Highlightsআমেরিকার কংগ্রেসে একটি শুনানিতে সাক্ষ্যদান করতে পারেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং টুইটারের শীর্ষকর্তা জ্যাক ডরসি। শুনানিতে থাকতে পারেন গুগ্ল এবং অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাইও। গত অক্টোবরে এই তিন শীর্ষকর্তাই আমেরিকার কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটের কমার্স কমিটির শুনানিতে উপস্থিত হয়েছিলেন। কনটেন্ট রদবদলের তাঁদের সিদ্ধান্ত নিয়ে ওই শীর্ষকর্তাদের কাছে প্রশ্ন তোলেন সেনেটের রিপাবলিকান সদস্যেরা। পাশাপাশি, আমেরিকার নির্বাচনের সময় যে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে ওই সংস্থাগুলির অপর্যাপ্ত পদক্ষেপ করা নিয়ে প্রশ্ন করেন ডেমোক্র্যাটরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- মার্ক জুকারবাগ
- জ্যাক ডরসিরা
- সুন্দর পিচাই

