বিনোদন

নারী দিবসে দু’টি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দুই সিরিজ ‘বম্বে বেগমস্’ এবং ‘দ্য ম্যারেড উওম্যান’

নারী দিবসে দু’টি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দুই সিরিজ ‘বম্বে বেগমস্’ এবং ‘দ্য ম্যারেড উওম্যান’
highlightKey Highlights

মার্চেই আসছে বেশ কয়েকটি নতুন ওয়েব সিরিজ ছবি। তার মধ্যে দর্শকদের নজর ইতিমধ্যেই টেনে নিয়েছে দু’টি মহিলা কেন্দ্রীক গল্প। ‘বম্বে বেগমস্’ এবং ‘দ্য ম্যারেড উওম্যান’। আগমী ৮ তারিখ, নারী দিবসে দু’টি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই দুই সিরিজ। দুই মহিলার সম্পর্ক ঘিরে নানা কাহিনি থাকবে ‘দ্য ম্যারেড উওম্যান’-এ। মঞ্জু কপূরের লেখা একই নামের উপন্যাসকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিরিজ। এ কাহিনির মুখ্য চরিত্রে দেখা মিলবে ঋদ্ধি ডোগরা এবং মনিকা ডোগরার। বালাজি টেলিফিল্মস্‌ প্রযোজিত এই সিরিজ দেখা যাবে অল্ট বালাজি এবং জি ফাইভের প্ল্যাটফর্মে।