Chhattisgarh Maoists | যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি মাওবাদীদের! কিন্তু সঙ্গে রয়েছে শর্তও!

Friday, April 11 2025, 8:26 am
highlightKey Highlights

সম্প্রতি শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর সদস্য তথা মাওবাদীদের নিহত নেতা কিষেণজির ভাই, মাল্লোজুলা বেনুগোপাল রাও ওরফে অভয়।


সম্প্রতি শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর সদস্য তথা মাওবাদীদের নিহত নেতা কিষেণজির ভাই, মাল্লোজুলা বেনুগোপাল রাও ওরফে অভয়। তাতে বলা হয়েছে, মাওবাদীরা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তার জন্য রয়েছে শর্ত। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে ছত্তিসগড়, মহারাষ্ট্রের গড়চিরোলি, ওডিশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও তেলঙ্গনায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হবে, ওই এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কাজও বন্ধ রাখতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File