দেশ

Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!

Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
Key Highlights

নিহত মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ।

ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড়ো সাফল্য মিললো। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য মনোজ ওরফে মোদেম বালকৃষ্ণ, যাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। এ দিন ভোরে গড়িয়াবন্দ জেলার ময়নপুর জঙ্গলে ই-৩০, স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (ছত্তিশগড় পুলিশের কম্যান্ডো বাহিনী) বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাওবাদীদের। চলে গোলাগুলি। গুলির লড়াইয়ে বালকৃষ্ণ ছাড়াও অন্তত ৯ জন মাওবাদী সদস্য নিহত হয়েছে বলে খবর।