Kishenji's Sister in law surrenders । মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতা কিষেণজির ভাতৃবধূ বিমলা
আত্মসমর্পণ করলেন বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কা। তিনি মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাতৃবধূ।
বুধবার মহারাষ্ট্রের গঢ়ছিরৌলিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে আত্মসমর্পণ করলেন ১১জন মাওবাদী নেতা নেত্রী। এদের মধ্যে মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাতৃবধূ বিমলা চন্দ সিদাম ওরফে তারাক্কাও ছিলেন। বিমলা পিপলস লিবারেশন গেরিলা আর্মির কমান্ডার তথা দণ্ডকারণ্য জোনাল কমিটির নেত্রী ছিলেন। বিমলার বিরুদ্ধে ১৮জনকে খুন করার অভিযোগ রয়েছে। বিমলার সঙ্গে আত্মসমর্পণ করা নেতাদের মধ্যে আছেন সিপিআই মাওবাদীর গঢ়ছিরৌলি ডিভিশনের নাংশু তুমরেতি ওরফে গিরিধর এবং তাঁর স্ত্রী সঙ্গীতা উসেন্দি ওরফে ললিতা।
- Related topics -
- দেশ
- মাওবাদী
- মাওবাদী হামলা
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার