Maoist | মাওবাদী নেতা কেশব রাও-সহ ৩০ মাওবাদীকে নিকেশ! মাথার দাম ছিল ১ কোটি!

মাওবাদী নিকেশ অভিযানে বড় সাফল্য, মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ সহ ৩০ জন মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী।
মাওবাদী নিকেশ অভিযানে বড় সাফল্য, মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসবরাজ সহ ৩০ জন মাওবাদীকে নিকেশ করল যৌথ বাহিনী। বুধবার সকালে ছত্তীসগঢ়ে এনকাউন্টার অভিযান শুরু হয়। গভীর জঙ্গলে ঢুকে মাওবাদী নেতাদের ঘিরে ফেলে যৌথ বাহিনী। এরপর ডিস্ট্রিক রিজার্ভ গার্ড টিমের উপরে গুলি চালায় মাওবাদীরা। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। অভিযানে নিকেশ করা হয় কেশব রাও সহ ৩০ জন মাওবাদীকে। প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ছিলেন বাসবরাজ। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি টাকা।