Manali Snowfall । তুষারপাতের জেরে ১২ ঘন্টারও বেশি সময় ধরে মানালিতে আটকে বহু পর্যটক

Friday, December 27 2024, 4:27 pm
highlightKey Highlights

বছর শেষের আগে তীব্র তুষারপাতের সাক্ষী থাকল মানালি। ১২ ঘন্টারও বেশি হয়ে গিয়েছে, লাগাতার তুষারপাতের ফলে আটকে বহু পর্যটক।


বড়দিন পেরোতেই তীব্র তুষারপাত শুরু হলো হিমাচলে। টানা বরফপাতের জেরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে মানালিতে। এর জেরে গত ১২ ঘন্টা ধরে বহু পর্যটকেরা আটকে রয়েছেন সেখানে। পর্যটকদের দাবি, পর্যাপ্ত খাবার এবং জল পাচ্ছেন না তাঁরা। রাস্তার বরফ কাটার জন্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়েছে হিমাচল প্রশাসন। ভারী তুষারপাতের জেরে প্রায় ২২৩টির মত রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ রয়েছে। মানালির সোলাং ভ্যালিতে রাস্তা জুড়ে এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি দাঁড়িয়ে আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File