Delhi Pollution । জরুরি পরিস্থিতে নয়া রোগে জেরবার দিল্লিবাসী , চিন্তা বাড়াচ্ছে ওয়াকিং নিউমোনিয়া
Friday, November 22 2024, 5:45 pm
Key Highlightsদিল্লিতে বায়ুদূষণে জেরবার সাধারণ মানুষ। এর মধ্যেই শুরু হয়েছে নতুন রোগের বাড়াবাড়ি। ওয়াকিং নিউমোনিয়া রোগের শিকার হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।
বায়ুদূষণে জেরবার দিল্লীবাসী। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে নতুন রোগ ওয়াকিং নিউমোনিয়া। খোদ রাজধানীতে এই রোগের শিকার হচ্ছেন বহু মানুষ। ওয়াকিং নিউমোনিয়া হল সাধারণ ব্যাকটেরিয়াম যাকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া বলে। এই জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণে খুব অল্পই রোগজ্বালা হয়। তবে পরবর্তীতে এটা মারণরোগে এবং ছোঁয়াচে রোগে পরিণত হতে পারে। এই রোগের উপসর্গ হলো জ্বর, গলা শুকিয়ে আসা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি। মূলত শিশু ও বৃদ্ধরা এই রোগের শিকার হচ্ছেন। ফলে চিন্তা বাড়ছে দিল্লিবাসীর।
- Related topics -
- দেশ
- দিল্লি সরকার
- নয়াদিল্লি
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ
- নিউমোনিয়া
- রোগ
- রোগ প্রতিরোধ ক্ষমতা
- শ্বাসকষ্ট
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
- চিকিৎসক

