Manu Bhaker | পদক যাত্রা অব্যাহত ভারত কন্যার, এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাগালেন মানু ভাকের

Tuesday, August 19 2025, 2:52 pm
highlightKey Highlights

এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মানু ভাকের।


অলিম্পিকে সাফল্যের পর থেকে ফর্মে রয়েছেন ভারতীয় শ্যুটার মানু ভাকের। চলছে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মানু। মেয়েদের টিম ইভেন্টে ১৭৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন মানু ভাকের, সুরুচি সিং ও পলক। মানুর ইভেন্টে ২৪৩.২ স্কোর নিয়ে সোনা জেতেন চিনের কুইয়াঙ্ক মা। ২৪১.৬ পয়েন্ট নিয়ে রুপো জেতেন কোরিয়ার জিন ইয়াং। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো জেতে আনমোল জৈন (৫৮০), আদিত্য মালরা (৫৭৯) ও এশিয়ান গেমসে সোনাজয়ী সৌরভ চৌধুরী (৫৭৬)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File