Paris Olympic 2024 | শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে যোগ্যতা অর্জন মনু ভাকের-সরবজোত সিংয়ের জুটির

Monday, July 29 2024, 10:51 am
highlightKey Highlights

শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে যোগ্যতা অর্জন করল মনু ভাকের-সরবজোত সিংয়ের জুটি।


প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে পদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। এবার শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে যোগ্যতা অর্জন করল মনু ভাকের-সরবজোত সিংয়ের জুটি। এদিন ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করে ভারতীয় জুটি। ভারতীয় সময় অনুযায়ী আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ১টায় মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন মনু ভাকের ও সরবজোত সিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File