Manu Bhaker | খেলরত্নের আনন্দ উপভোগের মাঝেই শোকের ছায়া, দুর্ঘটনায় প্রাণ হারালেন মানু ভাকেরের দিদা ও মামা

Sunday, January 19 2025, 3:38 pm
highlightKey Highlights

সদ্য খেলরত্ন পেয়েছেন মানু ভাকের। খেলরত্ন পাওয়ার আনন্দের মাঝেই এ বার খারাপ খবর পেলেন। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মানুর দিদা ও মামা।


অনেক বিতর্কের অবসান ঘটিয়ে সদ্য খেলরত্ন পেয়েছেন মানু ভাকের। পুরস্কারের আনন্দ ভালোভাবে উপভোগ করার মাঝেই শোকের ছায়া পরিবারে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মানুর দিদা ও মামা। পুলিশ সূত্রে খবর,  মানু ভাকেরের দিদা ও মামা স্কুটিতে চেপে যাচ্ছিলেন। হরিয়ানার চারকি দাদরি এলাকায় মহেন্দ্রগড় বাইপাসে তাঁদের স্কুটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। ধাক্কা মেরে গাড়ি সহ পালিয়ে যায় গাড়ির চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনেরই। দ্রুত পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File