Kolkata New CP | কলকাতার নয়া পুলিশ কমিশনারের পদে মনোজকুমার বর্মা, কোন দায়িত্ব পেলেন বিনীত গোয়েল?

Tuesday, September 17 2024, 10:21 am
Kolkata New CP | কলকাতার নয়া পুলিশ কমিশনারের পদে মনোজকুমার বর্মা, কোন দায়িত্ব পেলেন বিনীত গোয়েল?
highlightKey Highlights

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা, বিনীত গোয়েলকে STFতে পাঠানো হয়েছে।


জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করা হলো বিনীত গোয়েলকে। কলকাতার নয়া পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন মনোজকুমার বর্মা। এতদিন এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিনীত গোয়েলকে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) পাঠানো হয়েছে বলে খবর। এদিকে অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হল EFR সেকেন্ড ব্যাটেলিয়নের CO করে। জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File