খেলাধুলা

Paris Paralympic 2024 | প্যারালিম্পিক শুটিংয়ে ফের পদক! রুপো আনলেন মণীশ! মেয়েদের ১০০ মিটার T35 ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন প্রীতি

Paris Paralympic 2024 | প্যারালিম্পিক শুটিংয়ে ফের পদক! রুপো আনলেন মণীশ! মেয়েদের ১০০ মিটার T35 ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন প্রীতি
Key Highlights

প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ভারতের হয়ে স্প্রিন্টে পদক জিতলেন প্রীতি পাল। দেশের হয়ে চতুর্থ পদক এবং প্যারালিম্পিক শুটিংয়ে তৃতীয় পদক আনলেন মণীশ নারওয়াল।

প্যারালিম্পিকে পরপর চমক ভারতীয় অ্যাথলেটিদের। এদিন শুটিংয়ে ভারতের হয়ে প্রথম পদক হিসেবে সোনা আনেন অবনী লাখারা। একই ইভেন্টে দ্বিতীয় পদক হিসেবে ব্রোঞ্জ জয় করেন মোনা আগরওয়াল। এরপর প্যারালিম্পিক্সের ইতিহাসে প্রথমবার ভারতের হয়ে স্প্রিন্টে পদক জিতলেন প্রীতি পাল। মেয়েদের ১০০ মিটার T35 ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। অন্যদিকে, দেশের হয়ে চতুর্থ পদক এবং প্যারালিম্পিক শুটিংয়ে তৃতীয় পদক আনলেন মণীশ নারওয়াল। ১০ মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগে তিনি জিতলেন রুপো।