Manager Instruction | দুর্ঘটনার ঘটলে পরিবারকে জানানোর আগেও জানাতে হবে ম্যানেজারকে, অদ্ভুত নির্দেশ কোরিয়ান কোম্পানির
Wednesday, January 22 2025, 5:35 pm
Key Highlights
কোরিয়ার এক জনপ্রিয় চা ফ্র্যাঞ্চাইজির স্টোর ম্যানেজার তাঁর কর্মচারীদের বিমান দুর্ঘটনায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার আগে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন।
চলতি বছরে বিধ্বংসী বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয় কোরিয়াতে। এই দুর্ঘটনার দিনই অদ্ভুত হুলিয়া জারি করল দক্ষিণ কোরিয়ার এক সংস্থার ম্যানেজার। ডিপার্টমেন্ট স্টোরে গং চা কোরিয়ার ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার ডেগুতে শিনসেগে এদিন বললেন, 'আজকের বিমান দুর্ঘটনা জানেন। ছুটির দিনে বিদেশ যাচ্ছেন কেউ কেউ। যদি এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে মা এবং বাবার সঙ্গে যোগাযোগ করার আগে আমাকে 'একজন ইন্টার্ন নিয়োগ করুন' বলে একটি বার্তা পাঠান। অনুপস্থিত থাকবেন না।' মেসেজটি তুমুল ভাইরাল হওয়ায় ম্যানেজারকে বহিস্কারের দাবি উঠেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়া
- উত্তর কোরিয়া
- বিমান দুর্ঘটনা
- আন্তর্জাতিক সংস্থা